নতুনদের জন্য কাজ পাওয়া অনেকাংশেই কঠিন হয়ে যায়। কাজ পেতে হলে আপনাকে কাজের প্রমাণ দেখাতে হবে। কিন্তু আপনি কিভাবে সেটা করবেন?
**কিভাবে নিজেকে যোগ্য প্রমাণিত করবেন?**
১। প্রথমত কাজ শিখুন, দ্বিতীয়ত কাজ শিখুন এবং তৃতীয়ত কাজ শিখুন।
২। পরিচিত ও দক্ষ বা সিনিয়রদের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করুন। তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন এবং আপনার সমস্যার কথা তাদের জানান।
৩। কিছুটা বিনিয়োগ করে কাজ অনুশীলন করুন। আপনি যে কাজ পারেন, তার প্রমাণ রাখার জন্য নিজের একটি ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করুন।
৪। বিনিয়োগ করা সম্ভব না হলে কোনো কোম্পানি বা সিনিয়রদের অধীনে ইন্টার্নশিপ (কাজ) করুন। ফ্রি তে হলেও কাজ করুন এবং অভিজ্ঞতা অর্জন করুন।
৫। অনলাইন মার্কেটপ্লেস, জবসাইট, সিনিয়রদের টাইমলাইন এবং বিভিন্ন ফেসবুক গ্রুগুলোতে নিয়মত আপডেট থাকার চেষ্টা করুন।
৬। ধৈর্য ধারণ করুন। এটি সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ, ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়তে চাইলে আপনাকে একটু বেশিই পরিশ্রম করতে হবে। কোন ক্ষেত্রেই অধৈর্য হওয়া যাবে না ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন