দিনাজপুর সাইবার হেল্প সেন্টার টিম গ্রুপে স্বাগতম
আসসালামু আলাইকুম...
দিনাজপুর সাইবার হেল্প সেন্টার টিম গ্রুপে স্বাগতম।
বর্তমান ডিজিটাল যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা সাইবার জগত আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশ তথ্য ও প্রযুক্তির দিক থেকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, তাই এর সঠিক ব্যবহার দরকার, দরকার সঠিক নির্দেশনা। এই সমস্ত বিষয়ে বাংলাদেশকে নিঃস্বার্থ দিকনির্দেশনা প্রদানের জন্য এই "Dinajpur Cyber Help Center" একদল প্রতিভাবান তরুণ আইটি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত।
২০২১ সালে, Dinajpur Cyber Help Center আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
ফেসবুকের যেকোনো সমস্যা সমাধানে আমাদের এই বিষয়ে একদল দক্ষতা এবং এক্সপার্ট এডমিন প্যাল, যারা আপনার সাহায্যে সমস্যা সমাধানের জন্য সর্বদা নিস্বার্থভাবে কাজ করতে প্রস্তুত। এটি একটি পাবলিক ওয়েবসাইট তাই জ্ঞান দিয়ে সাহায্যের হাত দিতে নিজের ব্যবহার সাধারণ মেম্বার। তাই সার্বিক পরিস্থিতি বজায় রাখতে ও পরিবেশ ঠিক রাখতে আমাদের এডমিন প্যানে অনুগ্রহ করে আমাদের সেবা এবং নিয়ম দেওয়া।
📌সাইবার ক্রাইম হ্যান্ডেল করা (ফেসবুকে সংঘটিত)
📌ব্ল্যাকমেইল এবং হ্যারেজমেন্ট এর বিরুদ্ধে স্ট্যাপ (ফেসবুকে সংঘটিত)
📌ফেক, বাজে, নাস্তিক আর রাষ্ট্রদ্রোহিদের বিভিন্ন পোস্ট আইডি/ পেজ রিমুভ করা।
📌আইডির সিকিউরিটি প্রদান। (যাতে কেউ আইডি হ্যাক করতে না পারে।
📌এছাড়া ফেসবুক সম্পর্কিত যেকোনো পরামর্শ করা।
'গ্রুপের নিয়ম কানুন"
কেউ কোন ফাউল, অফেনসিভ, ১৮+,এড/মি ইত্যাদি এই জাতীয় কোন পোষ্ট/কমেন্ট করবেন না। গ্রুপে স্প্যামিং, বোম্বিং, ফিশিং, সুফিং গালাগালি নুডিটি সম্পূর্ণ নিষিদ্ধ।গ্রুপে আপনার দেখা কোন পোষ্ট/কমেন্ট যদি গ্রুপ রুলস ভঙ্গ করে বলে মনে হয় তাহলে এডমিন প্যানেলের কাউকে ম্যানশন করুন আথবা Report To admin অপশন এ ক্লিক করে রিপোর্ট করুন আমাদের কাছে।
গ্রুপে মেম্বারদের বিশেষ প্রয়োজনে কোন সাইটের লিংক দেওয়া লাগলে তা পোস্টে না দিয়ে কমেন্ট বক্সে দিবেন, অন্যথায় পোস্ট ডিলেট করে দেয়া হবে।
আপনি যদি আপনার পোস্টে আপনার সমস্যার সমাধান পেয়ে যান, তাহলে পোস্টের কমেন্ট বক্স অফ করে দিন।
আপনি যদি দীর্ঘ সময় পরও আপনার পোস্টের সঠিক সমাধান না পান, তাহলে এডমিন প্যানেলের কাউকে ম্যানশন করুন।গ্রুপের সবার সাথে সর্বোপরি ভালো ব্যবহার করতে হবে।
• গ্রুপে মেম্বারদের বিশেষ প্রয়োজনে কোন সাইটের লিংক দেওয়া লাগলে তা পোস্টে না দিয়ে কমেন্ট বক্সে দিবেন, অন্যথায় পোস্ট ডিলেট করে দেয়া হবে।
আপনি যদি আপনার পোস্টে আপনার সমস্যার সমাধান পেয়ে যান, তাহলে পোস্টের কমেন্ট বক্স অফ করে দিন।
আপনি যদি দীর্ঘ সময় পরও আপনার পোস্টের সঠিক সমাধান না পান, তাহলে এডমিন প্যানেলের কাউকে ম্যানশন করুন।
গ্রুপের সবার সাথে সর্বোপরি ভালো ব্যবহার করতে হবে ও সুসম্পর্ক বজায় রাখতে হবে।
এডমিন প্যানেল ব্যতীত কাউকে ইনবক্সে নিজের আইডির পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকুন, এতে পরবর্তীতে সমস্যা হলে তার দায় ভার গ্রুপ নিবে না।
দেশ কে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। পরিশেষে, সাইবার ক্রাইম কে না বলুন। নিজে বিরত থাকুন অন্যকে সাবধান করুন।
ধন্যবাদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন