সতর্কতামূলক পোস্ট।
সতর্কতামূলক পোস্ট।
অনেকেই আপনারা কন্টেন মনিটাইজেশন সম্পর্কে জানতে চেয়েছেন, যে কনটেন্ট মনিটাইজেশন কিভাবে পাব..??
আবেদন করতে হবে নাকি ফেসবুক থেকে অটোমেটিক পাওয়া যাবে..??
চলুন এবার মূল কথা আসা যাক।
কন্টেন মনিটাইজেশন সেট-আপ সম্পূর্ণ মেটা কর্তৃপক্ষ থেকে আপনাকে ইনভিটেশন দেওয়া হবে। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে কোথাও কোন আবেদন করতে হবে না! যারা বলে আবেদন করতে লাগে কন্টেন মনিটাইজেশনের জন্য, তারা এক প্রকার প্রতারক বাটপার..!!
কেননা আপনি যদি নিয়মিত ফেসবুকে ভিডিও ছবি পোস্ট করেন, তাহলে আপনি এমনিতেই মেটা কর্তৃপক্ষ থেকে কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনার কাছে সেটা অপশন আসবে, আপনি চাইলে নিজেও সেটাপ করে নিতে পারবেন অথবা অভিজ্ঞ কারো কাছ থেকেও সেট-আপ করে নিতে পারবেন।
তবে সর্বোপরি একটাই কথা আমি আপনাদের বলব, কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা কেউ কখনো আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড, আপনাদের পেজের অ্যাক্সেস, অন্য কাউকে দিবেন না। যদি কেউ বলে আমি আপনাকে কনটেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য করে দিব, তাহলেও তাদের কাছে আপনার কোন এক্সেস দিবেন না, কেননা তারা এক প্রকার বাটপার প্রতারক, তারা আপনার টাকা ও মেরে দেবে এবং আপনার আইডি ও এক্সসেস করে নেবে নিজের কন্ট্রলে।
সুতরাং আপনারা নিয়মিত ফেসবুকে রুলস অনুযায়ী রিয়েল ছবি শর্ট ভিডিও পোস্ট করুন আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে আসবে কন্টেন মনিটাইজেশনের যোগ্য হয়েছেন আপনি।
ধন্যবাদ সবাইকে নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন