হেল্প নিতে গিয়ে ব্লাকমেইল বা স্ক্যামের শিকার!
হেল্প নিতে গিয়ে ব্লাকমেইল বা স্ক্যামের শিকার!
প্রতিদিন-ই এমন দু-একজন মানুষ পাই, যারা বিভিন্ন প্রতিষ্ঠান বা মানুষের থেকে হেল্প নিতে গিয়ে উল্টা ব্লাকমেইল বা স্ক্যামের শিকার হয়েছে। বেশিরভাগ-ই স্ক্যামের শিকার!
একজন নক করে বল্লো, ভাই আমার ফেসবুকের এই সমস্যায় ওমুক নামের এক পেইজে নক দিয়েছি, টাকা পয়সা নিয়ে ব্লক করে দিয়েছে!!
এখন কথা হলো, এসব হয় কেন?
ধরেন, Cyber 71 অনলাইনে খুব পরিচিত নাম। এই একই নামে একই ছবি ব্যবহার করে হাজারটা ফেইক পেইজ আছে,ইভেন অনেক ফেইক পেইজ ভেরিফিকেশন ও করা!
মানুষ-জন নিজের অজান্তেই এসব পেইজে যোগাযোগ করে স্ক্যামের শিকার হয়!
এর পিছনে দ্বায়ী কারা?
- আমি একবাক্যে বলবো "আসল সাইবার ৭১"!
কারন, তারা চাইলেই ফেইক পেইজগুলোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে, যেহেতু এতো এতো মানুষ তাদের নামের ফেইক পেইজ দ্বারা প্রতারণার শিকার হচ্ছে, এবং তারা এই বিষয়টা জানে। দ্বিতীয়ত দোষ, প্রতারণার শিকার হওয়া লোকদের!!
তারা সমস্যা সমাধানের আগেই এবং ভালোভাবে যাচাই বাছাই না করেই বিশাল অংকের টাকা দিয়ে দেয়!
এসব থেকে বাঁচতে, দুনিয়ায় নিজেকে ছাড়া কাওকে অন্ধভাবে বিশ্বাস করবেন না! সচেতন থেকে, বুদ্ধি খাটিয়ে নিজেকে সেইফে রেখে যেভাবে সমস্যার সমাধান করা যায় সেভাবে কমিউনিকেশন করুন!
কারো সম্পর্কে ভালোভাবে খোঁজ না নিয়ে, আপনার ব্যক্তিগত একাউন্ট ,মেইল বা কোনো কিছুর এক্সেস শেয়ার করা হতে বিরত থাকুন, হোক সেটা আমি বা অন্য কেও!
আর প্রতারণার শিকার হলে, দ্রুত আইনানুগ ব্যবস্থা নিন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন